তজুমদ্দিন উপজেলার মলংচড়া ইউনিয়নের চর মুজাম্মেল (জিয়া বাজার) এলাকায় পথসভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এ কর্মসূচিতে অংশ নেন ভোলা-৩ আসনের জামায়াত সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব মুহা. নিজামুল হক নাঈম।
অনুষ্ঠানে উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রব, ইসলামী ছাত্রশিবির ভোলা জেলার সভাপতি, সাবেক জেলা সভাপতি, মলংচড়া ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মাষ্টার জাকির হোসেনসহ উপজেলা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পথসভায় এলাকার উন্নয়ন, সামাজিক সমস্যা ও জনগণের প্রত্যাশা বিষয়ে আলোচনা হয় এবং স্থানীয়দের মতামত শোনা হয়।